বাংলাদেশ এশিয়া কাপের প্রথম ম্যাচ আজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ এশিয়া কাপে প্রথম ম্যাচে আজ মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বিধ্বস্ত করে আফগানরা। যদিও এসব বিষয়কে তেমন আমলে নিচ্ছেন না টাইগারদের নির্বাচক আব্দুর রাজ্জাক।
তবে ব্যাটিং কিংবা বোলিং কোন বিভাগেই এদিন লঙ্কানদের মাথা তুলে দাঁড়াতে দেননি গুরবাজ-মুজিবরা। একই সঙ্গে টাইগাররা ভালো করবে বলেই বিশ্বাস নির্বাচকের।
আব্দুর রাজ্জাক বলেন, কারা ভালো করছে, কারা খারাপ করছে সেসব নিয়ে আমরা চিন্তিত নয়। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই মাঠের ক্রিকেটে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘ বিরতির পর নতুন করে আবারও টি-টোয়েন্টির দায়িত্ব নেওয়ায় দল সঠিক পথেই এগোবে বলে বিশ্বাস রাজ্জাকের।
অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান টি-টোয়েন্টির খেলোয়াড়দের মধ্যে একজন অভিজ্ঞ ক্রিকেটার বলে মনে করেন আব্দুর রাজ্জাক।
বিএম/