সহজকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
এক টিকিট দুইবার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সহজ ডটকমকে দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৩১ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস।
তিনি জানান, ট্রেনের এক টিকিট দু’জনের কাছে বিক্রি করা হয়েছে, এমন অভিযোগ করেছিলেন বিশ্বজিত সাহা নামে একজন। সে অভিযোগটি প্রমাণিত হওয়ায় সহজকে এ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ওআ/