আসছে পরিবর্তন: বাঁচা-মরার ম্যাচে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

আফগানিস্তানের কাছে হেরেই শুরু হয়েছে দুই দলের এশিয়া কাপ মিশন। তুলনামূলক বাজেভাবে হেরেছে শ্রীলঙ্কা, আফগানদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা। অন্যদিকে প্রচ্ছন্ন সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আর পারেনি বাংলাদেশ। আজ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে নামবে এ দুই দল।
নাঈম শেখকে নেওয়ায় এশিয়া কাপের দল নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছিল আগেই। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি রান না পাওয়ায় সমালোচনা যেন আরও জোরালো হয়েছে।
এনামুল হক বিজয় টি-টোয়েন্টিতে নিজের ছায়া হয়েই আছেন। এ ফরম্যাটে তার কার্যকারিতা নিয়ে প্রশ্নও উঠছে। আফগানিস্তানের বিপক্ষে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফ্লপ, তাই আজ দ্বিতীয় ম্যাচে তাদের কাউকেই না দেখার সম্ভাবনা প্রবল।
দলীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস উদ্বোধনে পাঠাবে টিম ম্যানেজমেন্ট। মূলত সাকিব আল হাসানের ইচ্ছাতেই ওপেনিংয়ে দেখা যাবে এই নতুন জুটিকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুদল এখন পর্যন্ত পরস্পরের মুখোমুখি হয়েছে মোট ১২ বার। জয়ের পাল্লাটা লঙ্কানদেরই বেশি। তারা জিতেছে আটটি ম্যাচে। অন্যদিকে টাইগাররা জয় পেয়েছে মাত্র চারটিতে। তবে এশিয়া কাপে দুদলের শেষ ম্যাচে জয়ের হাসি ছিলে বাংলাদেশের।
আরএক্স/