ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

বেশ কিছুদিন ধরে আলোচনায় নেই সেই ক্রিকেটার আল আমিন হোসেন। জাতীয় দলের জার্সি গায়ে তাকে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালের মার্চে।
তবে হুট করে ফের আলোচনায় তিনি। এবার আল আমিনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানায় আল আমিনের স্ত্রী এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী নারী নির্যাতনের একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যাচাইবাছাই চলছে। অভিযোগের সত্যতা পেলে মামলা হবে।
আরএইচ/