দেশে ফিরেছে ক্রিকেট দল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের পরাজয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। সেই ব্যর্থ মিশন শেষে আজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন সাকিব আল হাসানরা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
ঢাকায় পা রেখে ক্রিকেটার থেকে শুরু করে কোনো কোচিং স্টাফই মিডিয়ার মুখোমুখি হননি। সবাই যে যার মত ব্যক্তিগত গাড়িতে চড়ে বিমানবন্দর ত্যাগ করেন। দলের সঙ্গে আজ সব খেলোয়াড়ই ফিরেছেন দেশে। তবে কোচিং স্টাফের মধ্যে থেকে জেমি সিডন্স ফিরে গেছেন নিজ দেশে। এছাড়া অ্যালান ডোনাল্ড এবং শেন ম্যাকডারমট ফিরে গেছেন নিজ দেশে। দলের সঙ্গে আসেননি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।
আরইএচ/