আল আমিনের শাস্তির দাবিতে স্ত্রীর মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আল আমিনের শাস্তির দাবিতে স্ত্রীর মানববন্ধন

ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান সন্তানদের অধিকার নিশ্চিত করার জন্য, স্বামীর সংসার করার লক্ষ্যে মানববন্ধনে দাঁড়িয়েছে। 

রোববার (৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি ভবনের সামনে এই ক্রিকেটারের শাস্তির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছে ইসরাত ও তার পরিবারের লোকজন।

ক্রিকেটার স্বামীর শাস্তির দাবি তুললেও ইসরাত চাইছেন তার সন্তানরা তাদের বাবাকে ফিরে পাক। দীর্ঘ দুই বছর যাবত সন্তানরা নিজেদের বাবা আল আমিনকে কাছে পাচ্ছেন না এমন আক্ষেপও জানিয়েছেন ইসরাত।

এই জন্য শাস্তির দাবি জানালেও আপোষের পথ খোলা রেখেছেন ইসরাত জাহান। সেখানে অভিযোগ জানানোর পর ২ সেপ্টেম্বর মামলা নথিভুক্ত করেন পুলিশরা। এরপর থেকে পলাতক হয়ে আছেন আল আমিন। 

ইসরাত জাহান বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জানাই। তিনি একজন মা, আমার দুটি বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব। আমি উনার কাছে সাহায্য চাই। তিনি যেন সুষ্ঠুভাবে বিচার করে দেয়।

বিসিবির কাছেও আমার একই আবেদন। আপনারা আমাকে সাহায্য করেন। আমি এখন পুলিশের সাহায্যে তার বাসায় আছি। সেখানে আল আমিনের পরিবারও আছে গত ২৫ আগস্ট থেকে। কিন্তু আমাকে সে কোনো খরচ দিচ্ছে না। আমার পরিবার আমাকে চালাচ্ছে। 

আরএইচ/