এবার রিয়াদের আবেগী ফেসবুকে পোস্ট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

হঠাৎই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
মুশির অবসের সংবাদ শুনে হৃদয় ভেঙেছে আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদের। মুশফিকের অবসরের বিষয়টি জানার পর ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে মাহমুদ উল্লাহ লিখেছেন, প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শোনাটা ছিল হৃদয়বিদারক। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার ও অর্জন তুমি দারুণ করেছ। তোমার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ছিল আনন্দের। তোমার কাজের ধরন যেকোনো ফরম্যাটে অনুপ্রেরণা হয়ে থাকবে।
আরএইচ/