৬৬ বছর বয়সে ১২৯ সন্তানের পিতা, লক্ষ্যে ১৫০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৬৬ বছর বয়সে ১২৯ সন্তানের পিতা, লক্ষ্যে ১৫০

ক্লাইভ জোন্স নামের ব্রিটেনের এক ব্যক্তি স্পার্ম ডোনেশনের কাজ করে ৬৬ বছর বয়সে ১২৯ সন্তানের বাবা হওয়ার দাবি করেছেন! যাকে নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শারীরিক সমস্যার কারণে অনেকেই সন্তান ধারণের ইচ্ছা থাকলেও বাবা হতে পারেন না। এমন পরিস্থিতিতে অনেকেই সন্ধান করেন স্পার্ম ডোনারের। যাতে তারা সন্তান ধারণ করতে পারেন। আর ওই সকল ব্যক্তিদেরই সাহায্য এগিয়ে এসেছেন জোন্স।

ক্লাইভ জোন্স গত ১০ বছর ধরে স্পার্ম ডোনেশনের কাজ করছেন। তার এই কাজে তিনি এ পর্যন্ত ১২৯ সন্তানের জৈবিক পিতা হয়েছেন এবং শীঘ্রই আরও ৯ সন্তানের জন্ম হতে চলেছে, যার ফলে তিনি মোট ১৩৮ সন্তানের পিতা হবেন। ক্লাইভ বলেছেন, সংখ্যাটি ১৫০ করার পরে এই কাজকে বিদায় জানাবেন তিনি। তবে কাজটি খুব একটা সহজ কাজ নয়।

ক্লাইভ আনুষ্ঠানিকভাবে স্পার্ম ডোনার হতে পারেন না, কারণ আমেরিকায় দাতা হওয়ার সর্বোচ্চ বয়স ৪৫ বছর। এ কারণে যারা স্পার্ম গ্রহণ করতে চান, তারা ফেসবুকের মাধ্যমে ক্লাইভের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং তাদের চাহিদা পূরণ করার কথা জানান। বড় কথা হলো এই পরিষেবার জন্য টাকা নেন না ক্লাইভ।

এসএ/