আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় জয় পাকিস্তানের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

রুদ্ধশ্বাস এক ম্যাচে শেষ ওভারে ২ ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন লোয়ার অর্ডারের নাসিম শাহ। এক উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান। এতে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তান আর ভারতের।
১৩০ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুকছিল পাকিস্তান। কিন্তু মাঝে শাদাব খান ও ইফতিখার আহমেদের জুটিতে লড়াইয়ে ফেরে। কিন্তু এরপর মাত্র ৩১ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে চলে যায়। ১১৮ রানেই হারিয়ে বসে ৯ উইকেট। তাতে শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। ক্রিজে ছিলেন মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ। ফজলহক ফারুকির করা শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন নাসিম।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৩১/৯ (১৯.২ ওভারে)
ব্যাটিং: নাসিম ১৪* ও হাসনাইন ০*।
আউট: ১/১ (বাবর ০), ১৮/২ (ফখর ৫), ৪৫/৩ (রিজওয়াদ ২০), ৮৭/৪ (ইফতিখার ৩০), ৯৭/৫ (শাদাব ৩৬), ১০৫/৬ (নাওয়াজ ৪), ১০৯/৭ (খুশদীল ১), ১১০/৮ (রউফ ০), ১১৮/৯ (আসিফ ১৬)।
বোলিং: ফারুকি ৩/১৯, রশিদ ২/২৫, ফরিদ ৩/৩১।
আফগানিস্তান: ১২৯/৬ (২০ ওভারে)।
ব্যাটিং: ওমরজাই ১০* ও রশিদ ১৮*।
আউট: ৩৬/১ (রহমানুল্লাহ ১৭), ৪৩/২ (জাজাই ২১), ৭৮/৩ (করিম ১৫), ৯১/৪ (নাজিবুল্লাহ ১০), ৯১/৫ (নবী ০), ১০৪ (ইব্রাহিম ৩৫)।
বোলিং: রউফ ২/২৬, হাসনাইন ১/৩৪, নাসিম ১/১৯, নাওয়াজ ১/২৩, শাদাব ১/২৭।
ফল: পাকিস্তান ১ উইকেটে জয়ী এবং ফাইনালে।
আরএক্স/