রিয়াদকে বিদায় দিতে চান পাপন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রিয়াদকে বিদায় দিতে চান পাপন

এশিয়া কাপের পর অনেকটা হুট করেই টি-টোয়েন্টিকে বিদায় জানান মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন নিজেই।

মুশফিকের অবসরে খারাপ লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, অন্তত সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি তেমনই। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় দলের অনুশীলন দেখতে এসেছিলেন, এরপর কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় তিনি বলেন, মাহমুদউল্লাহ রিয়াদকে সম্মানজনক বিদায় জানাতে চান তারা।

তিনি বলেন, যদি তার অবসর নিতেই হয় বা তাকে স্কোয়াডে সুযোগ দিতে না পারি তাহলে অবশ্যই তাকে অন্তত এতটুকু সুযোগ দেয়া উচিত। এইটুকু সম্মান দেয়া উচিত। কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের।'

সম্প্রতি এশিয়া কাপের পর মুশফিকের অবসরের ঘোষণাতে বোর্ড সভাপতির খারাপ লেগেছে বলে জানান তিনি। কারণ তিনি মুশফিক বাংলাদেশের সেরা ব্যাটার এটি সব সময় বলে আসতেন।

জেবি/ আরএইচ/