করোনার নতুন ধরন ‘নিওকোভ’, কোনো টিকাই কার্যকর নয়!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

একের পর এক করোনার নতুন ধরন মানুষকে
অতঙ্কিত করে তুলছে। ডেল্টা, ওমিক্রনের পর এবার করোনার আরেক ধরনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
এমনটাই দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা।
নতুন সে ধরনের নাম ‘নিওকোভ’।
চীনের
বিজ্ঞানীরা সম্প্রতি সার্স-কোভ-২ বা মূল করোনাভাইরাসের একটি রূপান্তরিত ধরনের সন্ধান
পেয়েছেন। নতুন এই ভাইরাসটির বৈজ্ঞানিক নাম পিডিএফ-২১৮০-কোভ, তবে সাধারণভাবে এটির নাম
দেওয়া হয়েছে ‘নিওকোভ’।
উহানের
গবেষকরা বলছেন,সম্প্রতি সার্স-কোভ-২ বা
মূল করোনাভাইরাসের একটি রূপান্তরিত ধরনের
সন্ধান পেয়েছেন। উহানের গবেষকরা বলছেন, করোনার এই ধরনটি আরও
পরিবর্তিত হয়ে ভবিষ্যতে মানুষের
জন্য হুমকি হয়ে উঠতে পারে।
তাদের
মতে, নিওকোভ করোনাভাইরাসের সব ধরনের চেয়ে
বেশি সংক্রামক ও প্রাণঘাতী হতে
পারে। এতে আক্রান্ত প্রতি
৩ জনে ১ জনের
মৃত্যু হতে পারে। প্রচলিত
কোনো টিকাই এটি প্রতিরোধে সক্ষম
হবে না।
উহানের
বিজ্ঞানীদের এক গবেষণাপত্রের বরাত
দিয়ে গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) ভারতের
একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি বায়োআরজিভ ওয়েবসাইটে প্রকাশিত ওই গবেষণাপত্রটির এখনো
পিয়ার রিভিউ করা হয়নি।
এতে
উহান ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমি
অব সায়েন্সেস ইনস্টিটিউট অব বায়োফিজিক্সের গবেষকরা
বলেছেন, মানুষের কোষে নিওকোভের অনুপ্রবেশের
জন্য শুধুমাত্র একটি মিউটেশন প্রয়োজন।
গবেষকদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিওকোভ মধ্যপ্রাচ্য রেসপিরেটরি সিন্ড্রোমের (