‘সবই ওপর ওয়ালার ইচ্ছা’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য, নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন বলে নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সফরসঙ্গী হিসেবে থাকার বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী।
তিনি এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কিনা- জবাবে তিনি বলেন, ইনশাআল্লাহ যাচ্ছি। সবই ওপর ওয়ালার ইচ্ছা। ইউ নেভার নো, ইনশা আল্লাহ হঠাৎ করে অসুবিধে হয়ে যায়, মৃত্যুও হতে পারে।
নয়াদিল্লি সফরে না যাওয়া নিয়ে অনেক রটনা আছে- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ বাড়িয়ে বলে। আমি আশা করি, তারা বুঝতে পারবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন, শিক্ষামন্ত্রী দিপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রযেছেন তালিকায়।
জেবি/ আরএইচ/