গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব কাজী ওয়াছি উদ্দিন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব কাজী ওয়াছি উদ্দিন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২২ সেপ্টেম্বর থেকে ওয়াছি উদ্দিনের নিয়োগ কার্যকর হবে।

ওয়াছি উদ্দিন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-২) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সরকার তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে। এখন তিনি মন্ত্রণালয়ের সচিব হিসেবে শহীদ উল্লা খন্দকারের স্থলাভিষিক্ত হবেন।

জেবি/ আরএইচ/