নাগরপুরে এসএসসি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এসএসসি, দাখিল, সমমান ও ভোকেশনালের পরীক্ষা। এবার উপজেলার ৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সকালে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান। নাগরপুরে এবার ৩টি কেন্দ্রের ৩টি ভেন্যুতে মোট ৩০৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি ২২০২জন, দাখিল ৪৯৩ জন ও ভোকেশনাল ৪০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, এসএসসি ও সমমানের পরিক্ষা জুন মাসে হওয়ার কথা থাকলেও করোনা ও সিলেটে বন্যার কারণে পরিক্ষা সাময়িক ভাবে স্থগিত করা হয়েছিল। আমরা কেন্দ্রগুলি পরিদর্শ করে দেখেছি উৎসব মূখরও শান্তিপূর্ণ পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেবি/ আরএইচ/