র্যাব মহাপরিচালক হচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক হচ্ছেন গোপালগঞ্জের কৃতি সন্তান অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এম খুরশীদ হোসেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। আর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হবেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে সুনামের সহিত তার দায়িত্ব পালন করছেন। এম খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
জেবি/ আরএইচ/