দিল্লি চলে গেছেন দোরাইস্বামী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে গেছেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
হাইকমিশনার পদে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় আজ রোববার (১৮ সেপ্টেম্বর) তিনি ঢাকা ছেড়ে যান।
বিদায়ের আগে নিজের টুইটার অ্যাকাউন্টে ‘বিদায় ভারতীয় হাইকমিশন টিম ঢাকা’ বলে একটি পোস্ট দেন দোরাইস্বামী।
বিদায় নেওয়ার আগের দিন গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। তার আগে তিনি গুরুদুয়ারা নানকশাহী ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন।
তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎও করেছিলেন।
২০২০ সালের অক্টোবরের শুরুর দিকে হাইকমিশনার হয়ে ঢাকায় আসেন দোরাইস্বামী। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, ঢাকায় দায়িত্ব পালন শেষে বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন।
আর তার স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে আসছেন প্রণয় কুমার ভার্মা। তিনি এর আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।
জেবি/ আরএইচ/