সৌদি আরবে বিষাক্ত গ্যাসে প্রবাসীর মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সৌদি আরবে বিষাক্ত গ্যাসে প্রবাসীর মৃত্যু

মুহাম্মদ আলী, সৌদি আরব থেকে: সৌদি আরবে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মাজেদ মিয়া (২৪ ) নামের একজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

গত রোববার ( ১৮ সেপ্টেম্বর )স্থানীয় সময় দুপুর ১ টায়  ইয়াম্বু শহরে এ ঘটনা ঘটে। 

নিহত মাজেদ মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকার আমিনুল মন্ডলের ছেলে। তিনি সৌদি আরবের ইয়াম্বু শহরের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

মাজেদ মিয়ার সহকর্মী সাইফুল ইসলাম  জানান, প্রায় দেড় বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান নিহত মাজেদ মিয়া।  স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি। ঘটনার দিন ইয়াম্বু শহরের মাটির নিচ দিয়ে চলে যাওয়া পুরনো গ্যাসের লাইনটি মেরামত এর কাজ করছিলেন তিনি। এসময় পাইপ লিকেজ হয়ে বিষাক্ত গ্যাস তার নাকে মুখে ঢুকে গেলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ।তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতের মরদেহ ইয়াম্বু শহরের একটি  হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে।

জেবি/ আরএইচ