বাংলার বাঘিনীদের অভিনন্দন জানাতে ভক্তদের ভিড়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাংলার বাঘিনীদের অভিনন্দন জানাতে ভক্তদের ভিড়

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়দের বরণ করতে বিমানবন্দরে এসেছেন ক্রীড়া ভক্ত ও বিভিন্ন পেশার মানুষ। এসময় দেখা গেছে আনসার ভিডিপির বাদক দলও।

নারী ফুটবলারদের বহনকারী বিমানটি দুপুর ২টার কিছু আগেই হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সাবিনা খাতুনরা ঢাকায় এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইপি গেট দিয়ে বের হবেন তারা। সাবিনাদের এক নজর দেখতে হাজির হয়েছেন অসংখ্য ভক্তরা।

সাফ নারী চ্যাম্পিয়ন দলকে বরণ করতে প্রস্তুত হয়েছে ছাদ খোলা বাস। ঢাকা শহরে ছাদ খোলা বাস নেই। বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসের ছাদ খুলে ফেলে সানজিদা-সাবিনা খাতুনদের আশা পূরণ করা হচ্ছে।

বিমানবন্দরে সরেজমিনে দেখা গেছে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের নারী ফুটবল দল এসেছেন সাবিনাদের শুভেচ্ছা জানাতে। সেখানে তারা বাংলাদেশ, বাংলাদেশ, বলে স্লোগান দিচ্ছেন এবং বলছেন নারীরাই বাংলাদেশ এগিয়ে যাবেই বাংলাদেশ।

এসময় ক্রিকেটের সমর্থক টাইগার শোয়েব ওরফে শরিফকে দেখা গেছে। শোয়েব জানিয়েছেন আমি প্রতিটা খেলা দেখতে দেশের বাইরে যায় কিন্তু এবার কেন গেলাম না এটা আমার কষ্ট। ফুটবল দলকে শুভেচ্ছা জানাতে এয়ারপোর্টে এসেছি। শোয়েবের মতো এমন অসংখ্য মানুষ বিমানবন্দরে রয়েছে। অনেকটা উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। 

জেবি/ আরএইচ/