সাফজয়ী নারী দলকে পুরস্কার দেবে সেনাবাহিনী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২২


সাফজয়ী নারী দলকে পুরস্কার দেবে সেনাবাহিনী

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী। আগামী ২৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে এ পুরস্কার সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া হবে।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। পরে তমা গ্রুপও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে মেয়েদের জন্য।

এদিকে গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি নিয়ে বুধবার দুপুরে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন কন্যারা। গোটা দেশ বরণ করে নিয়েছে তাদের।

জেবি/ আরএইচ/