যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সৌদির প্রধানমন্ত্রী ঘোষণা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৩৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২২


যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সৌদির প্রধানমন্ত্রী ঘোষণা
এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

এছাড়া দ্বিতীয় পুত্র প্রিন্স খালিদকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন বাদশাহ সালমান। নিজের আরেক পুত্র যুবরাজ আবদুল আজিজ বিন সালমানকে সৌদির জ্বালানি মন্ত্রী হিসাবে রাখার ঘোষণা দেন বাদশাহ। 

প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার আগে সৌদির প্রভাবশালী এই ক্রাউন প্রিন্স মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে প্রিন্স খালিদ বিন সালমান সৌদির উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাজপরিবার শাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহই মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রী। তবে সেই চর্চায় পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান।

তবে আদেশে বলা হয়েছে, এখনও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন এবং তাতে সভাপতিত্ব করবেন বাদশাহ সালমান। 

৮৬ বছর বয়সী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ২০১৫ সালে সৌদির শাসক হন। অবশ্য অসুস্থতার জন্য বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

জেবি/  আরএইচ/