যুক্তরাষ্ট্রের বাংলাদেশী অধ্যুষিত ক্যানানে তীব্র তুষারপাত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের
নিউইয়র্ক প্রদেশের বাংলাদেশী অধ্যুষিত ক্যানান শহরে এবারের শীত
মওসুমে প্রথম বার তীব্র তুষারপাত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারী) রাত থেকে শুরু
হওয়া শীতকালীন এ তুষারঝড়ের ফলে ক্যানানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্যানানের তীব্রতায়
আটলান্টিক মহাসাগর পাড়ের প্রায় সব কটি অঙ্গরাজ্যে
যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এবিষয়ে একজন
প্রবাসী বাংলাদেশী জানিয়েছেন, যে হারে তুষার
পড়ছে, তাতে কাল আমি
কাজে যেতে পারব না।
কাল বাসায়ই থাকব। আরেক প্রবাসী বলেন, বাসায় থাকার জন্য ব্যাপক প্রস্তুতি
নিয়েছি। এই করোনার মধ্যে
আমরা বাইরে বের হতে চাই
না।
যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কসহ বিভিন্ন অঞ্চলে তীব্র তুষারঝড় বয়ে যাচ্ছে। বন্ধ
হয়ে গেছে ট্রেন ও
সড়ক যোগাযোগ। ব্যাহত হচ্ছে বিমান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন
সাধারণ মানুষ।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শনিবার বিকেল পর্যন্ত ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এ তুষারঝড়। পূর্ব উপকূলীয় অঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে এর আগেও তুষারপাত হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
আরএস