অশ্লীল ভিডিও চ্যাটের অভিযোগে দেশে ফেরানো হলো কূটনীতিককে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অশ্লীল ভিডিও চ্যাটের অভিযোগে দেশে ফেরানো হলো কূটনীতিককে

নারীর সঙ্গে অশ্লীল ভিডিও চ্যাট করার অভিযোগ উঠেছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে কর্মরত এক কূটনীতিকের বিরুদ্ধে। এজন্য তাকে কোলকাতা থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসানের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি কথা জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মকর্তাকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বদলির নির্দেশ দিয়েছে, তার কপিও বিবিসি পেয়েছে বলে জানিয়েছে। তবে সেই নির্দেশে অবশ্য বদলির কোনো কারণ লেখা নেই। শুধু বলা হয়েছে, ওই কূটনীতিককে কলকাতার দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় সদরদপ্তরে প্রত্যাবর্তন করতে হবে।

ওই কূটনীতিক ইতোমধ্যে ঢাকায় ফিরে গেছেন বলে জানা গেছে। অবশ্য ওই কূটনীতিক যে নারীর সঙ্গে চ্যাট করছিলেন, তিনি আসলে কে, তা নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। এই অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিষয়ে উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান বলেছেন, ‘কিছুদিন আগে একটি ফেসবুক আইডি থেকে আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মেসেঞ্জারের

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়