ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, একদিনে ৫৪ জনের মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫


ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, একদিনে ৫৪ জনের মৃত্যু
সংগৃহীত ছবি।

পাকিস্তানে টানা ভারী বর্ষণের ফলে দেখা দিয়েছে ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি। আকস্মিক বন্যা ও বৃষ্টিজনিত দুর্ঘটনায় সবশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। জুনের শেষ সপ্তাহে বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১৮০ জন, আহত হয়েছেন আরও প্রায় ৫০০ জন।


আরও পড়ুন: ইরাকে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৬০


দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।


প্রতিবেদনে বলা হয়, দেশটির সবচেয়ে জনবহুল পাঞ্জাব প্রদেশে বুধবার সকাল থেকে অব্যাহতভাবে বৃষ্টি হচ্ছে। এতে করে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাওয়ালপিন্ডি শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।


জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে বলেন, গত ২৪ ঘন্টায় পাকিস্তানজুড়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ২২৭ জন আহত হয়েছে। বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে পাঞ্জাব প্রদেশ থেকে।


তিনি জানিয়েছেন, গত ২৬ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০ জন শিশুসহ প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আরও প্রায় ৫০০ জন আহত হয়েছে।


আরও পড়ুন: ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, অন্তত ৫০ জন নিহত


এ অবস্থায় জনগণকে ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়ে বৃহস্পতিবারে দেশেটির রাওয়ালপিন্ডিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে শুক্রবার পর্যন্ত এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এর আগে, ২০২২ সালে ভারী বৃষ্টি ও বন্যায় ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয় পাকিস্তানে।


এসডি/