সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট দল অতি-গোঁড়া শাহস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এতে করে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু।
বুধবার (১৬ জুলাই) শাস পার্টি জানিয়েছে, ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার আইনের দীর্ঘ দ্বন্দ্বের জেরে সরকার থেকে পদত্যাগ করেছে তারা। খবর টাইমস অব ইসরায়েলের।
আরও পড়ুন: ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের দিকে নজর রাখছে রাশিয়া
এর আগে, চলতি সপ্তাহের শুরুতে আরেকটি অতি-গোঁড়া দল নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করে। সংখ্যাগরিষ্ঠতা হারানোয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এখন সরকার চালাতে বেশ হিমশিম খেতে হবে।
তবে শাস পার্টি জানিয়েছে, নেতানিয়াহুর জোট সরকার ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু তারা করবে না। এছাড়া কিছু আইন পাসের ক্ষেত্রে নেতানিয়াহুকে সহায়তা করবে এবং সরকারের পতন হয় এমন কিছুও তারা করবে না।
তাছাড়া, এ মাসের শেষ দিকে তিন মাসের বিরতিতে যাচ্ছে ইসরায়েলি সংসদ নেসেট। এতে করে অন্তত তিন মাস সরকার পতন নিয়ে কোনো চিন্তা করতে হবে না নেতানিয়াহুকে।
আরও পড়ুন: সিরিয়ার সেনা সদরদপ্তরে ভয়াবহ হামলা ইসরায়েলের
এদিকে শাস পার্টি নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার পর ইসরায়েলের বিরোধী দলীয় এক নেতা একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, এখন নেতানিয়াহু ‘অবৈধ সংখ্যলঘু’ সরকার পরিচালনা করছে। এ সরকার এখন কিছুই করতে পারবে না। না পারবে গাজা যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে; না পারবে সৌদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চালাতে। নেতানিয়াহুর বর্তমান সরকার সব ধরনের বৈধতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এমএল/