Logo

শ্রীমঙ্গলে কুমারী পূজা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
৪ অক্টোবর, ২০২২, ১৩:২৪
39Shares
শ্রীমঙ্গলে কুমারী পূজা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

দেবী দূর্গার রুদ্রানী নামে পূজা করা হয় ১১ বছরের মেয়ে নন্দিনী চক্রবর্তী অর্পাকে

বিজ্ঞাপন

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী তিথিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। 

আজ সোমবার (৩ অক্টোম্বর) সকালে উপজেলার সাতগাঁও রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে এই কুমারী পূজাটি অনুষ্ঠিত হয়। এবার দেবী দূর্গার রুদ্রানী নামে পূজা করা হয় ১১ বছরের মেয়ে নন্দিনী চক্রবর্তী অর্পাকে। নন্দীনি চক্রবর্তী শ্রীমঙ্গল উপজেলার বনগ্রামের নুপুর চক্রবতী ও অনুরাধা চক্রবর্তীও মেয়ে। সে একটি স্কুলে ৪র্থ শ্রেণিতে পড়ে। 

শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে দেখা যায়, কুমারী পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গনে ভীড় জমিয়েছেন। সকাল সাড়ে ১১টার দিকে পূজিত কুমারী শিশুটিকে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারী মন্দিরে বসানো হয়। সেখানে দেবীর পূজা শুরু করেন পুরহিতরা। পূজা শেষে ভক্তবৃন্দের জন্য দেবীকে বসিয়ে রাখা হয়। তখন সবাই দেবী প্রণাম জানান।

বিজ্ঞাপন

শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি দুর্গা পূজা উদযাপন পরিষদের সহ সাধারণ সম্পাদক রজত চক্রবর্তী বলেন, ধর্ম বর্ণ-নির্বিশেষে সবার মঙ্গলের জন্য প্রতিবছর রঘুনাথপুরের আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজার আয়োজন করা হয়। এর আগে গত ২৪ বছর এখানে কুমারী পূজা হয়েছে। এবার নিয়ে ২৫ তম আয়োজন। 

শাস্ত্রে আছে ভগবান জীবাত্মা রূপে সব জীবের মধ্যে বিরাজমান। কুমারী পূজাটি স্বামী বিবেকানন্দ প্রচলন করেন। নারীকে দেবী জ্ঞানে সেবা করা, নারীদের শ্রদ্ধা করা, যাতে তাদের শ্রদ্ধার আসনে রাখা হয়, সে জন্য কুমারী নারীর পূজা করা।

জেবি/ আরএইচ/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD