বাবরের ব্যাটে দারুণ জয় পাকিস্তানের
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০২:০৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২২

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত গতিতে এগোচ্ছে পাকিস্তান। টানা দুই ম্যাচে দুই জয় পেয়েছে দলটি। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক বাবর আজমের দারুণ এক ইনিংসে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টসে জিতে আগে ব্যাট করে পাকিস্তানি বোলারদের দাপটে ৮ উইকেটে ১৪৭ রান তোলে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে বাবরের অপরাজিত ৭৯ রানে ভর করে ১০ বল আগেই ৬ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তানিরা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৪৯/৪ (১৮.২ ওভারে)।
ব্যাটিং: বাবর ৭৯* ও হায়দার ১০*।
আউট: ৩৬/১ (রিজওয়ান ৪), ৩৭/২ (মাসুদ ০), ৯৩/৩ (শাদাব ৩৪), ১২৪/৪ (নাওয়াজ ১৬)
বোলিং: সাউদি ২/২১, টিকনার ২/৪২।
নিউজিল্যান্ড: ১৪৭/৮ (২০ ওভারে)।
ব্যাটিং: ট্রেন্ট বোল্ট ২* ও সাউদি ১*।
আউট: ১৬/১ (অ্যালেন ১৩), ৭৭/২ (কনওয়ে ৩৬), ৮৮/৩ (উইলিয়ামসন ৩০), ১৩০/৪ (ফিলিপস ১৮), ১৩৭/৫ (নিশাম ৫), ১৩৭/৬ (ব্রাসওয়েল ০), ১৪২/৭ (চ্যাপম্যান ৩২) ও ১৪৪/৮ (সোধি ২)।
বোলিং: ওয়াসিম ২/২০, রউফ ৩/২৮, ধানি ১/২২, নাওয়াজ ২/৪৪।
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী
আরএক্স/