হারের নতুন কোনো অজুহাত পাচ্ছে না
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:০৪ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২২

হতশ্রী ব্যাটিংয়ে হারের পথটা আগেই গড়ে রেখেছিল বাংলাদেশ। বোলাররা নেহায়েত মন্দ করেননি। তবে ১৩৭ রানের পুঁজি নিয়ে জিততে হলে যা করতে হতো বল হাতে, সেটা হয়নি। ফলে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল হারই সঙ্গী হলো বাংলাদেশের।
টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ শোধিদের বোলিংয়ে আজ ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে পারে বাংলাদেশ। জবাবে ১৩ বল বাকি থাকলে ৮ উইকেটে দারুণ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
ম্যাচে সেই একই ঘটনাগুলোর পুনরাবৃত্তি। ব্যর্থ ওপেনিং জুটি, দ্রুত উইকেট পতন, পাওয়ার প্লেতে বেশি রান তুলতে না পারা, আর রানের গতি বাড়াতে গিয়ে বাউন্ডারি ক্যাচ দিয়ে ফেরা।
টি-টোয়েন্টিতে বিগত সময়ের এসব সীমাবদ্ধতার ধারাবাহিকতার দেখা মিলল ক্রাইস্টচার্চে রোববারের ম্যাচেও। সেসব ব্যর্থতা অকপটেই শিকার করে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে সাকিব বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু আমরা তাদের দুর্দান্ত স্পিনারদের সামলাতে পারিনি এবং রানের গতি বাড়াতে পারিনি।’
সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড- ১৭.৫ ওভারে ১৪২/২
বাংলাদেশ- ২০ ওভারে ১৩৭/৮
টেনেটুনে বাংলাদেশ ১৩৭ রান করেছিল। লক্ষ্যটা খুব কঠিন ছিল না নিউ জিল্যান্ডের জন্য। সহজেই জিতে গেলো তারা, ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারালো বাংলাদেশকে।
'ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ড পেলো প্রথম জয়ের দেখা, আর বাংলাদেশ টানা দুটি ম্যাচ হেরে তলানিতে। পাকিস্তান দুটি জয়ে শীর্ষে।'
আকাশ/