অধিনায়ক অ্যারন ফিঞ্চকে তিরস্কার করা হয়েছে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৫২ পিএম, ১১ই অক্টোবর ২০২২

স্টাম্প মাইক্রোফোনে খারাপ ভাষা ব্যবহার করায় অস্টেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়।
ইংল্যান্ডের নবম ওভারে অযোগ্য একটি ভাষা ব্যবহার করনে ফিঞ্চ। আইসিসির লেভেল ওয়ান ধারা ভেঙ্গেছেন তিনি।আইসিসির আচরণ বিধিরি ২.৩ অনুচ্ছেদ লংঘন করেছেন অস্টেলিয়ার অধিনায়ক।
ফিঞ্চ অপরাধ স্বীকার করেছেন। তার রেকর্ডে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়ন্টে। ২৪ মাসে ফিঞ্চের এটাই প্রথম অপরাধ। চলতি সিরিজে এমন টা ঘটলে নিষিদ্ধ হতে পারেন তিনি।
নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে কোনও খেলোয়ার চার বা তার বেশি ডিমেরিট পেলে সেই খেলোয়ার কে নিষিদ্ধ ঘোষণা করা হবে।
এইচআর/