রাশিয়ায় একদিনে এক লাখেরও বেশি করোনা শনাক্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাশিয়ায় ওমিক্রনের তান্ডবে করোনা সংক্রমন দ্রুত বাড়ছে। ওমিক্রনের দাপটে দেশটিতে প্রথমবারের মতো একদিনে এক লাখেরও বেশি মানুষের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে।
দেশটির সরকারি হিসাবের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়া
সরকারের কোভিড-১৯ পোর্টালে বলা
হয়েছে, শনিবার দেশটিতে ১ লাখ ১৩
হাজার ১২২ জনের দেহে
করোনার সংক্রমণ শনাক্ত হয়, যা একদিনে
সর্বোচ্চ এবং গত এক
সপ্তাহ আগের তুলনায় প্রায়
দ্বিগুণ।
কোভিড-১৯-এর প্রাদুর্ভাব
শুরুর পর থেকে রাশিয়ায়
এখন পর্যন্ত ৩ লাখ ৩০
হাজার ১১১ জনের মৃত্যু
হয়েছে, যা ইউরোপের মধ্যে
সবচেয়ে বেশী।
তবে
দেশটির পরিসংখ্যান এজেন্সি রোসট্যাট বলছে, করোনায় রাশিয়ায় প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ। প্রতিষ্ঠানটি আরো জানায়, গত
বছর রাশিয়ার জনসংখ্যা ১০ লাখের বেশি
কমেছে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর যা কখনো
ঘটেনি।
আরএস