লিভারপুলের উইঙ্গার মাঠের বাইরে


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:৩৭ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২২


লিভারপুলের উইঙ্গার মাঠের বাইরে
ছবি:ইন্টারনেট

উইঙ্গার লুইস দিয়াজ ইংলিশ প্রিমিয়ার লিগে খারাপ সময় কাটাচ্ছেন। উইঙ্গার লুইস দিয়াজ আট সপ্তাহর জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।


গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সাথে খেলার সময় হাঁটুর লিগামেন্টে আঘাত পান।  


লিভারপুলের জন্য আরেকটি খারাপ খবরও আছে। সম্প্রতি সমালোচিত ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডও আর্সেনালের বিপক্ষে চোট পান। তার সবশেষ অবস্থা এখনও জানতে পারেনি অলরেডরা। তবে এটুকু নিশ্চিত যে রেঞ্জার্স ও ম্যানসিটির বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।


কলম্বিয়ান উইঙ্গারের হাঁটুর অস্ত্রোপচার না করলেও চলবে। কিন্তু আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। মানে ডিসেম্বরে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তাকে পাবে না লিভারপুল।


দিয়াজ এবার লিভারপুলের জার্সিতে চমৎকার পারফরম্যান্স করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের আট ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট। নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেও গোল পান তিনি। 


৮ ম্যাচ শেষে মাত্র দুটি জয় পেয়ে লিভারপুল এখন প্রিমিয়ার লিগের টেবিলের দশম স্থানে।



এইচআর/