ভাগ্নের প্রেমে পাগল হয়ে সন্তানসহ পালালেন গৃহবধূ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভাগ্নের প্রেমে পাগল হয়ে সন্তানসহ পালালেন গৃহবধূ

সুজন চক্রবর্তী, আসাম

ভাগ্নের সাথে প্রেম করে পালালেন দুই সন্তানের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ‍্যের কাছাড় জেলার কচুদরম চতুর্থ খন্ডে। ভাগ্নের এই কান্ড প্রকাশ হওয়ার পর চাঞ্চল‍্য দেখা দেয় এলাকায়। 

মামা মিজাজুর রহমান বড়ভূইয়া সংবাদ মাধ‍্যমকে জানান, তার এক বছরের শিশুপুত্র ও স্ত্রীকে নিয়ে পালিয়েছে তার ভাগ্নে বলে সন্দেহ প্রকাশ করছেন তিনি। এব‍্যাপারে কচুদরম থানায় একটি এজাহার ও দাখিল করেছেন মিজাজুর। 

মিজাজুর বলেন, চার বছর আগে ২০১৮ সালে পাশ্ববর্তী কচুদরম দ্বিতীয় খন্ড গ্রামের কুতুব উদ্দিন বড়ভূইয়ার তৃতীয় মেয়ের সঙ্গে সামাজিকভাবে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান ও রয়েছে। নিজের বড় বোনের ছেলে শিলচরের সাবাসপুর গ্রামের মতিবুর রহমান লস্করের ছেলে জাভেদ হোসেন লস্কর নিয়মিত তার বাড়িতে আসত এবং থাকতও। নিজের ভাগ্নেকে কোনও দিনই সন্দেহ করেননি তিনি। এত বড় কান্ড ভাগ্নে করতে পারে তা তিনি প্রথমে ভাবেননি বলেও মন্তব্য করেন।

এসএ/