দুশ্চিন্তায় আর্জেটিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২২

দিবালার পর এবার ডি মারিয়ার চোট। ফিফা বিশ্বকাপ শুরু হতে মাত্র ৪০ দিন বাকি তার ভিতরেই ইনজুরি হানা দিচ্ছে আর্জেন্টাইন ক্যাম্পে। বাঁ পায়ের পেশিতে চোট লাগার কারণে মাঠ ছাড়েন অ্যাঞ্জেল ডি মারিয়া।
আর্জেন্টাইন প্লেয়ার অ্যাঞ্জেল ডি মারিয়ার চোট কতটা গুরুতর সেটা মেডিক্যাল রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।
বিশ্বকাপের ৪০ দিন আগেই ডি মারিয়ার ইনজুরি আর্জেন্টিনার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। অ্যাঞ্জেল ডি মারিয়াকে বড্ড প্রয়োজন দলে, তার গোলেই ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল জিতেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এইচআর/