পাকিস্তানকে ১৭৪ রানের টার্গেট দিল বাংলাদেশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২২


পাকিস্তানকে ১৭৪ রানের টার্গেট দিল বাংলাদেশ
ছবি:ইন্টারনেট

লিটন-সাকিবে যেভাবে ম্যাচের ভিতটা গড়ে দিয়েছিলেন, সেটি ধরে রাখতে পারেননি টেলএন্ডারের কোনো ব্যাটসম্যান। লিটন-সাকিবের আগ্রাসী ব্যাটিংয়ে বড়  স্কোরের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ।


তারা আউট হওয়ার পর যারা ক্রিজে এসেছেন, তারা ছিলেন যাওয়া-আসার মিছিলে। ফল যা হওয়ার তাই। ১৭৪-এর বেশি টার্গেট দিতে পারেননি টাইগাররা।


শেষ ওভারে রান পেলেও বাংলাদেশ ব্যাটিং ইনিংস খারাপ করেনি। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে উইকেটে ১৭৩ রান তুলেছে বাংলাদেশ। জয়ের  জন্য পাকিস্তানকে ১৭৪ রান করতে হবে।


লিটনের ৬৯ সাকিবের ৬৮ রানের ঝকঝকে ইনিংসে বাংলাদেশ ভালো সংগ্রহ পেয়েছে। দুজনই খেলেছেন ৪২ বল।  এখন বোলাররা যদি ভালো কিছু করে দলকে জয় এনে দিতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।


স্কোরবাংলাদেশ ১৭৩/ (২০ ওভার)

 

এইচআর/