পাকিস্তানকে ১৭৪ রানের টার্গেট দিল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২২

লিটন-সাকিবে যেভাবে ম্যাচের ভিতটা গড়ে দিয়েছিলেন, সেটি ধরে রাখতে পারেননি টেলএন্ডারের কোনো ব্যাটসম্যান। লিটন-সাকিবের আগ্রাসী ব্যাটিংয়ে বড় স্কোরের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ।
তারা আউট হওয়ার পর যারা ক্রিজে এসেছেন, তারা ছিলেন যাওয়া-আসার মিছিলে। ফল যা হওয়ার তাই। ১৭৪-এর বেশি টার্গেট দিতে পারেননি টাইগাররা।
শেষ
ওভারে ৩ রান পেলেও বাংলাদেশ ব্যাটিং ইনিংস খারাপ করেনি। টস জিতে আগে
ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৭৩
রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানকে ১৭৪ রান করতে হবে।
লিটনের ৬৯ ও সাকিবের
৬৮ রানের ঝকঝকে ইনিংসে বাংলাদেশ ভালো সংগ্রহ পেয়েছে। দুজনই খেলেছেন ৪২ বল। এখন বোলাররা যদি ভালো কিছু করে দলকে জয় এনে দিতে
পারেন কিনা সেটাই দেখার বিষয়।
স্কোর: বাংলাদেশ ১৭৩/৬ (২০ ওভার)
এইচআর/