ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২২

স্থগিত হতে পারে আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজ। আগামি বছরের জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো দুই দলের। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, দুই বোর্ডই খুশিমনে এই সিরিজ ২০২৪ সালে খেলতে চায়।
গত ১০ মাসে দুইবার পাকিস্তানে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২১ সালের ডিসেম্বরে সাদা বলের সিরিজ চলাকালে করোনার জন্য ওই সফর স্থগিত হয়েছিল। দুই দল তিনটি টি-টোয়েন্টি খেলার পর উইন্ডিজ ক্যাম্পে করোনার হানায় ওয়ানডে সিরিজ হয় গত জুনে।
এই সিরিজ স্থগিত হলে দুই দলের খেলোয়াড়রাই বিভিন্ন টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার সুযোগ পাবে। জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আইএলটি২০, দক্ষিণ আফ্রিকায় এসএ২০, অস্ট্রেলিয়ায় বিবিএল ও বাংলাদেশে হবে বিপিএল।
এইচআর/