সালাহর হ্যাটট্রিক


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২২


সালাহর হ্যাটট্রিক
ছবি: ইন্টারনেট

সালাহর দ্রুততম হ্যাটট্রিকে লিভারপুল শেষ ষোলোত। মোহাম্মদ সালাহ যখন মাঠে নামলেন তখন ৩-১ গোলে এগিয়ে থাকা লিভারপুলের জয় একপ্রকার নিশ্চিত।


সালাহ চ্যাম্পিয়নস লিগে ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিক করে রেঞ্জার্সের বিপক্ষে লিভারপুলকে এনে দিলেন ৭-১ গোলের জয়। একই সঙ্গে নিশ্চিত করলো শেষ ষোলো।


চার ম্যাচে তিন জয় ৯ পয়েন্ট লিভারপুলের। অন্য ম্যাচে নাপোলি আয়াক্সকে ৪-২ গোলে হারিয়ে সাফল্য নিশ্চিত ‘এ’গ্রুপ থেকে নকআউট ।


১৭ মিনিটে বক্সের ভিতর থেকে স্কট আরফিল্ড গোল করেন। স্বাগতিকরা মাত্র আট মিনিট এগিয়ে ছিল। কর্নার থেকে উড়ে আসা বল কাছের পোস্ট থেকে হেড করে জালে জড়ান রবার্তো ফিরমিনো।


বিরতির পর দশ মিনিটের মধ্যে জো গোমেজের নিচু ক্রসকে গোল বানান ফিরমিনো।রেঞ্জার্স  মাঠ থেকে উঠে যাওয়ার আগে ৬৬ মিনিটে তিনি লিভারপুলের তৃতীয় গোল করেন। 


দুই মিনিট পর নুনেজের বদলি নামেন সালাহ। ৭৫ মিনিটে  নিজের প্রথম গোল করেন সালাহ । ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান। পরের মিনিটে ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের বাঁকানো শটে মাত্র ৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে হ্যাটট্রিক করেন সালাহ। হার্ভি এলিয়ট লিভারপুলের সপ্তম গোল করেন। 



এইচআর/