নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতলো পাকিস্তান


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:৪১ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২


নিউজিল্যান্ডে ত্রিদেশীয়  সিরিজ জিতলো পাকিস্তান
ছবি: ইন্টারনেট

শুক্রবার ক্রাইস্টচার্চে ৫ উইকেটে নিউ জিল্যান্ডের মাটিতে ট্রফি জিতলো বাবরের দল। লক্ষ্য ছিল ১৬৪ রানের, খুব একটা বড় নয়। কিন্তু মাঝপথে দুইবার জোড়া আঘাত, তাতে পাকিস্তানের ব্যাটিং লাইন ভেঙে পড়ার দশা।  


কিন্তু যেই মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা, সেই পজিশনে থাকা ব্যাটসম্যানরা দাঁড়িয়ে গেলেন। বাংলাদেশের বিপক্ষে আগের দিনের মারকুটে ব্যাটিং প্রদর্শনী মোহাম্মদ নওয়াজ করলেন ফাইনালেও। হায়দার আলী মাত্র ১৫ বল ক্রিজে থাকলেও রানের গতি বাড়িয়ে দিয়ে যান। শেষ ওভারে দরকার হয় ৪ রানের।


আগের ৩ ওভারে ২৫ রান দেওয়া ব্লেয়ার টিকনার ৪ রান আটকানোর কঠিন দায়িত্ব পান। শেষ ওভারের প্রথম বলে ইফতিখার নেন সিঙ্গেলস, নওয়াজও পরের বলে তোলেন এক রান। ইফতিখার আর অপেক্ষা করেননি, তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দলকে জেতান। ২২ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন নওয়াজ, ১৪ বলে ২৫ রান করেন ইফতিখার।


নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৬৩/৭ (অ্যালেন ১২, কনওয়ে ১৪, উইলিয়ামসন ৫৯, ফিলিপস ২৯, চ্যাপম্যান ২৫, নিশাম ১৭, ব্রেসওয়েল ১*, সোধি ২, সাউদি ০*; নাসিম ২/৩৮, রউফ ২/২২, ওয়াসিম ০/৩৭, শাদাব ১/৩০, নওয়াজ ১/৩৩)


পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৬৮/৫ (রিজওয়ান ৩৪, বাবর ১৫, শান ১৯, নওয়াজ ৩৮*, হায়দার ৩১, আসিফ ১, ইফতিখার ২৫ *; সাউদি ১/৩৩, বোল্ট ০/২৮, ব্রেসওয়েল ২/১৪, টিকনার ১/৩৩, সোধি, ১/৫৮)



ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী


ম্যাচসেরা: নওয়াজ ৩৮* ও ১/৩৩।


সিরিজ সেরা: ব্রেসওয়েল ৮ উইকেট  


এইচআর/