কাতার বিশ্বকাপে আর্থারকে পাচ্ছে না ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২

আর্থার মেলোকে কাতার বিশ্বকাপে পাচ্ছে না ব্রাজিল,এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার অনুভব করছেন খেলা হচ্ছে না কাতার বিশ্বকাপে। অনুশীলনের সময় পাওয়া চোটের করণে তার কাতার যাওয়ার আশা শেষ।
আপনারা সবাই জানেন, আমার বাম ঊরুর চোটের কারণে আমাকে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকথে হয়েছে । এটা এমন একটা সময়ে এসেছে যখন আমি প্রবল চেষ্টা ও দারুণ পরিশ্রম করেছি। আমি নতুন বলে নিজের জায়গা পাকা করার জন্য প্রস্তুত ছিলাম এবং আমার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম।
২৬ বছর বয়সী আর্থার ইনস্টাগ্রামে জানান, লিভারপুলের অনুশীলনে সোমবার পাওয়া চোট থেকে সেরে উঠতে তার অনেক সময় লাগবে।
২০১৮ সালে অভিষেকের পর ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন আর্থার। গত মৌসুম শেষে ধারে ইউভেন্তুস ইউভেন্তুস ইউভেন্তুস ইউভেন্তুস ইউভেন্তুস থেকে লিভারপুলে যোগ দেন তিনি।
এইচআর/