সপ্তমবারের মতো ট্রফি ভারতের ঘরে


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:৩৯ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২২


সপ্তমবারের মতো ট্রফি ভারতের ঘরে
ছবি: ইন্টারনেট

শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৫ অক্টেবর) দুপুর দেড়টায় মুখোমুখি হয় দুই দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৬৫ রান করে শ্রীলঙ্কা। রান তাড়ায় নেমে মাত্র ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে ভারত।


ব্যাটিংয়ে যখন লঙ্কানদের উইকেটের মিছিল তখনই জয়ের পথে একধাপ এগিয়ে যায় ভারত। এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাটিং করে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে শ্রীলঙ্কা। এর আগে ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ভারতের।  ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করে ভারত ৮১ রানে অলআউট হয়। ৮২ রানের টার্গেটে খেলতে নেমে সেবার পাকিস্তান ৬১ রানে অলআউট হয়, এবার তেমন কিছু ঘটতে দেয়নি ভারত।


ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে মাত্র ৭ রান করে ভারত। তাও আসে মান্ধানার কাভারে হাঁকানো দারুণ চারে। পরের ওভারে এক ছয় এক চারে দেন ঝড়ের ইঙ্গিত। চতুর্থ ও পঞ্চম ওভারে শেফালি বর্মা (৫) ও জেমিমাহ রদ্রিগেজ (২) আউট হলেও সেটা বুঝতেই দেননি মান্ধানা। দারুণ দারুণ চার ছয়ে মাতিয়ে রাখেন এই ব্যাটার। হাঁটু গেড়ে দারুণ ছয়ে ভারতকে এনে দেন ট্রফি। মাত্র ২৫ বলে ৫১ রান করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার ১৮তম ফিফটি।


ম্যাচসেরা হন রেনুকা সিং ৫ রান ৩ উইকেট নিয়ে ।


সিরিজ সেরা হন দীপ্তি শর্মা  ৯৪ রান ও ১৩ উইকেট নিয়ে।


সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা ৬৫-৯(২০)


ইন্ডিয়া ৭১-২(৮.৩)


এইচআর/