বিশাল ধাক্কা এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২২

আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাছাইপর্বের আসর। যেখানে উদ্বোধনী ম্যাচে লড়ছে শ্রীলঙ্কা এবং নামিবিয়া। মাঠে নামার ঠিক আগে বড় দুঃসংবাদ পেলেন লঙ্কান ক্রিকেটাররা। দলটির পেসার দিলশান মাদুশাঙ্কা পড়ে গেছেন ইনজুরির কবলে।
রবিবার (১৬ অক্টোবর) নামিবিয়ার বিপক্ষে এশিয়ার চ্যাম্পিয়নরা রবিবার প্রথম ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে। এশিয়া কাপ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রেখেছে শ্রীলঙ্কা।
লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, ‘আমরা বোলিং নিচ্ছি। এটা প্রথম খেলা, উইকেটটা কেমন দেখবো। ছেলেরা খুব আত্মবিশ্বাসী। এশিয়া কাপের একই কম্বিনেশন আমাদের। বোলিং নিয়ে আমরা তাদের মোটামুটি একটা স্কোরে আটকাতে চাই।’
শ্রীলঙ্কা স্কোয়াড: পাথুম নিশানকা, কুমল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশানকা, মাহিশ ঠিকশানা।
নামিবিয়া স্কোয়াড: স্টেফান বার্ড, ডেভিড উইজ, জেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জ্যান নিকোল লফটি-ইটন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন (উইকেটকিপার), ডিভান লা কক, মাইকেল ফন লিঙ্গেন, বার্নার্ড স্কল্টজ, বেন শিকোঙ্গো।
এইচআর/