নামিবিয়ার কাছে হারলো এশিয়া চ্যাম্পিয়নরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:২৭ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২২

শক্তি, সামর্থ্য, ক্রিকেটীয় অভিজ্ঞতা; সব দিক থেকেই নামিবিয়া থেকে বেশ এগিয়ে শ্রীলঙ্কা। পাশাপাশি এশিয়া কাপ জয়ের আত্মবিশ্বাস ছিল তাদের সঙ্গী। কিন্তু মাঠের ক্রিকেটে দেখা গেল উল্টো চিত্র। শুরুতে চাপে পড়েও লড়ার মতো সংগ্রহ গড়ল নামিবিয়া।টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে রবিবার এশিয়ান চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারিয়েছে নামিবিয়া। ১৬৩ রানের পুঁজি নিয়ে লঙ্কানদের তারা থামিয়ে দিল ১০৮ রানে।
৫৫ রানের জয় কোনো অঘটন হতে পারে না। এটা এমন জয় যেখানে প্রবল আত্মবিশ্বাস জড়িয়ে, সাহস মুড়িয়ে, ভালোবাসায় মাখামাখিতে ভরপুর থাকে। তাই তো ধারাষ্যকার হার্শা ভোগলে বলে ওঠেন, 'যখন একটি আন্ডারডগ দল জিতে যায় তখন অনুভূতিগুলো অমূল্য হয়ে ওঠে।'
সংক্ষিপ্ত স্কোর
নামিবিয়া- ২০ ওভারে ১৬৩/৭ (ফন লিঙ্গেন ৩, লা কক ৯, লফটি-ইটন ২০, বার্ড ২৬, এরাসমাস ২০, ফ্রাইলিংক ৪৪, উইজ ০, স্মিট ৩১*; অতিরিক্ত ১০; ঠিকশানা ১/২৩, চামিরা ১/৩৯, প্রমোদ ২/৩৭, চামিকা ১/৩৬, হাসারাঙ্গা ১/২৭)
শ্রীলঙ্কা- ১৯ ওভারে ১০৮ (নিশাঙ্কা ৯, কুশল ৬, ধনঞ্জয়া ১২, গুনাথিলাকা ০, ভানুকা ২০, শানাকা ২৯, হাসারাঙ্গা ৪, চামিকা ৫, প্রমোদ ০, চামিরা ৮, ঠিকশানা ১১*; অতিরিক্ত ৪; এরাসমাস ১/৮, উইজ ২/১৬, স্কল্টজ ২/১৮, শিকোঙ্গো ২/২২, স্মিট ১/১৬, ফ্রাইলিংক ২/২৬)
ফল- নামিবিয়া ৫৫ রানে জয়ী।
ম্যাচসেরা- ফ্রাইলিংক, ৪৪ (২৮) ও ২/২৬।
এইচআর/