সালাহর গোলে জয়ের ধারায় ফিরল লিভারপুল


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:২১ পিএম, ১৭ই অক্টোবর ২০২২


সালাহর গোলে জয়ের ধারায় ফিরল লিভারপুল
ছবি: ইন্টারনেট

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে জয়ের ধারায় ফিরল লিভারপুল। তিন ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেল লিভারপুল। ১৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে লিভারপুল। এবারের প্রিমিয়ার লিগে প্রথম হারের স্বাদ পেল পেপ গার্দিওলার দল।এই মৌসুমে তাদের ১৪ ম্যাচ অজেয় থাকার মর্যাদা কেড়ে নিলো লিভারপুল। রবিবার (১৬ অক্টোবর) ম্যাচের ৭৬ মিনিটে একমাত্র গোলটি করেন মিশরীয় স্ট্রাইকার সালাহ। 


১-০ গোলে ম্যানসিটিকে হারিয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরলো লিভারপুল। গত সপ্তাহে রেঞ্জার্সকে ৭-১ গোলে গুঁড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও গত দুইবারের চ্যাম্পিয়ন দলকে হারালো তারা।


সবসময়ের মতো বলের নিয়ন্ত্রণ ছিল সিটির দখলে এবং লিভারপুল ডিফেন্ডার জো গোমেজ তাদের দারুণ কিছু প্রচেষ্টা ভেস্তে দেন। ১২ ম্যাচে ২০ গোল করা আর্লিং হাল্যান্ড প্রথমার্ধে সেরা সুযোগ পান। তবে তার হেড সরাসরি চলে যায় আলিসনের হাতে। বিরতির পর উত্তেজনা ছড়িয়ে যায় দুই দলেই। আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয়। প্রথমে সালাহ থ্রু বলে ম্যানসিটিকে ভয় দেখান, তার স্ট্রাইক দারুণ সেভে গোলবারের পাশ দিয়ে পাঠান এডারসন।


কিছুক্ষণ পর ফিল ফডেন গোমেজের গায়ে লেগে আসা বল জালে পাঠান। কিন্তু লিভারপুল প্রতিবাদ জানায় যে ফডেন আলিসনের গ্লাভস থেকে বল জোর করে লাথি মেরে জালে জড়িয়েছেন। গোল অবশ্য ভিএআর যাচাইয়ে বাতিল হয়েছে অন্য কারণে। গোল বিল্ডআপের সময় হাল্যান্ড ফাউল করেছিলেন ফ্যাবিনহোকে।


এই নাটকের পর লিভারপুল প্রথম গোলের খুব কাছে ছিল। সালাহর বাড়ানো বলে ডিওগো জোতা কয়েক গজ দূর হেড করেও জাল কাঁপাতে পারেননি। দ্বিতীয়ার্ধে মুহুর্মুহু আক্রমণের প্রতিদান পায় লিভারপুল। ম্যাচ বাকি থাকার ১৪ মিনিট আগে গোল করেন সালাহ।


ম্যাচে নাটক আরও বাকি ছিল। রেফারি টেলরের প্রতিবাদ করায় শেষ দিকে ক্লপকে লাল কার্ড দেখানো হয়। ১০ ম্যাচে প্রথম হারে শীর্ষে থাকা আর্সেনালের (২৭) চেয়ে ম্যানসিটি চার পয়েন্ট পেছনে পড়ে গেলো।



এইচআর/