স্কটল্যান্ডের চমৎকার ব্যাটিং-বোলিংয়ে নৈপুণ্যে জয়


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:১৮ এএম, ১৮ই অক্টোবর ২০২২


স্কটল্যান্ডের চমৎকার ব্যাটিং-বোলিংয়ে নৈপুণ্যে জয়
ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়া আসরে নিজেদের প্রথম ম্যাচে সোমবার দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়ে বড় চমক দেখায় স্কটল্যান্ড। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫৩ বলে ৯ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন মানজি। এই পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।  চমৎকার ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কটল্যান্ডের দুর্দান্ত জয়ের নায়ক তিনিই। 


১৬০ রানের পুঁজি পরে যথেষ্ট ভালো করে তোলেন স্কটল্যান্ডের বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১১৮ রানে। যেখানে বড় অবদান মার্ক ওয়াটের। ৪ ওভার বল করে ১২ রানে ৩ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। ১৫ রানে ২ উকেট নেন অফ স্পিনার মাইকেল লিস্ক।



ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে স্কটল্যান্ডের অধিনায়ক বললেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য বিশেষ জয়। অনেক পরিশ্রম আমাদের বিশ্বাস এনে দিয়েছে। আমরা প্রত্যাশামতো ওতো বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলিনি, কিন্তু অনেক ৫০ ওভারের ক্রিকেট খেলেছি। ওই দক্ষতাগুলো ছোট ফর্মে রূপান্তর করতে হতো।’



ব্যাটিংয়ে জর্জ মানসির উড়ন্ত সূচনার কথা উল্লেখ করে বেরিংটন বলেন, ‘আমরা উড়ন্ত সূচনা করেছিলাম, বিশেষ করে মানসি দারুণ শুরু এনে দেয়। ওয়েস্ট ইন্ডিজও ভালোভাবে ফিরে এসেছিল কিন্তু আমাদের বোলাররা ভালো বল করেছে।’


সংক্ষিপ্ত স্কোর:


স্কটল্যান্ড ২০ ওভারে ১৬০ 

ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ১১৮



এইচআর/