একই পরিবারের ছয় জনকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মেক্সিকোতে একই পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী।
বার্তাসংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে রোববার (৩০ জানুয়ারি) দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের প্রত্যন্ত একটি এলাকায় এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, নিহত ওই ছয়জনকে একটি ভবনের মধ্যেই পাওয়া যায় এবং সকলের শরীরেই গুলির চিহ্ন ছিল। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেলেও পরে তা নিশ্চিত করা হয়নি।
গুয়ানাজুয়াতো প্রদেশের পাবলিক প্রসিকিউটরের দপ্তর থেকে দেয়া তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ওই ছয় জনের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী। তাদের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। নিহত ওই ছয়জনকে একটি ভবনের মধ্যেই পাওয়া যায় এবং সকলের শরীরেই গুলির আঘাতের চিহ্ন ছিলো।
উল্লেখ্য, দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক সময়ে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। সেখানকার দুটি গ্রুপ মাদক পাচার ও তেল চুরি করাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত।
এসএ/