পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১০ টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৩৫ পিএম, ১৯শে অক্টোবর ২০২২


পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১০ টাকা
ছবি: সংগৃহীত

গত সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। 


গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকায়, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়।


টিসিবির দেওয়া তথ্যমতে পণ্যটির দাম ২৫ শতাংশ বেড়েছে। পাইকারি বাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪২ টাকা দরে বেচাকেনা হয়েছে। আর আমদানি করা পেঁয়াজ বেচাকেনা হয়েছে ৩৫ থেকে ৩৮ টাকা দরে।


দেশে প্রতিবছর ৩০ থেকে ৩৫ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়। কিন্তু সংগ্রহ করার সময় অনেক পেঁয়াজ নষ্ট হয়। পাশাপাশি সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় উৎপাদনের পরও অনেক পেঁয়াজ নষ্ট হয়। এ জন্য চাহিদার সমান উৎপাদন হলেও পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশ আমদানিনির্ভর। প্রতিবছর ৮ থেকে ১০ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। প্রধানত ভারত থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করে থাকেন। এ ছাড়া মিয়ানমার, চীন, তুরস্ক, মিশর থেকেও পেঁয়াজ আমদানি করা হয়।  

জেবি/ আরএইচ/