দারুণ শুরু করলো নিউজিল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২২

প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিং এ নিউজিল্যান্ড ।
নিউজিল্যান্ডের সংগ্রহ: ২০০=৩ (২০)
ফিন অ্যালেন= ৪২ (১৬)
ডেভন কনওয়ে= ৯২*(৫৮)
কেন উইলিয়ামসন (অধিনায়ক)=২৩ (২৩)
গ্লেন ফিলিপস= ১২ (১০)
জেমস নিশাম= ২৬*(১৩)
মিচেল স্টার্ক= ৪ ওভারে ৩৬
জশ হ্যাজেলউড= ৪ ওভারে ৪১ উই:২
প্যাট কামিন্স= ৪ ওভারে ৪৬
মার্কাস স্টয়নিস= ৪ ওভারে ৩৮
অ্যাডাম জাম্পা= ৪ ওভারে ৩৯ উই:১
এইচআর/