পুলিশ হাসপাতালে হার্টে রিং পরানো হবে: ডিএমপি কমিশনার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৯ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২২


পুলিশ হাসপাতালে হার্টে রিং পরানো হবে: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

কিডনি ডায়ালাইসিসের পাশাপাশি বাহিনীর সদস্যদের জন্য নতুন চিকিৎসা সেবা চালু করতে যাচ্ছে পুলিশ হাসপাতাল। এরই অংশ হিসেবে হার্টে রিং পরানো সেবা চালু করছে হাসপাতালটি।


আজ শনিবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা জানান।


অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের পরিবার ও আহত বা অসুস্থ ১৮৩ জন সদস্যের চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


মোহা. শফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে পুলিশ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছে। আর হার্টের রিং পরানোর জন্য চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ চলছে। ক্যান্সার চিকিৎসার জন্য বাজেট হয়ে গেছে। শিগগির এসব চিকিৎসা সেবা পুলিশ হাসপাতালে শুরু হবে।


তিনি বলেন, আনন্দ বা অর্জন সবার সঙ্গে ভাগ নেওয়া গেলেও অসুস্থতা কারো সঙ্গে ভাগ করা যায় না। এজন্য সবারই সুস্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে।

জেবি/ আরএইচ