শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ডের সংগ্রহ ১২৮


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২২


শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ডের সংগ্রহ ১২৮
ছবি:ইন্টারনেট

বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় দিনে আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গ্রুপ পর্ব থেকে উঠে আসা দুই দল। সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ডের।


বেলেরিভ ওভালে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ড সংগ্রহ করেন ১২৮/৮ (২০)।


সংক্ষিপ্ত স্কোর


আয়ারল্যান্ডের ব্যাটিং সংগ্রহ: ১২৮/৮ (২০)


পল স্টার্লিং= ৩৪ (২৫)

অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক)=১ (৫)

লোরকান টাকার=১০ (১১)

হ্যারি টেক্টর=৪৫ (৪২)

কার্টিস ক্যাম্ফার=২ (৪)

জর্জ ডকরেল=১৪ (১৬)

গ্যারেথ ডেলানি=৯ (৬)

মার্ক অ্যাডায়ার=০ (১)

সিমি সিং=৭*(৮)

ব্যারি ম্যাকার্থি=২*(২)



লাহিরু কুমারা=২ ওভারে ১২ রান উই:১

চামিকা করুনারত্নে=৪ ওভারে ২৯ রান  উই:১

বিনুরা ফার্নান্দো= ৪ ওভারে ২৭ রান উই:১

ওয়ানিদু হাসারাঙ্গা=৪ ওভারে ২৫ রান উই:২

মহেস থিকসানা=৪ ওভারে ১৯ রান  উই:২

ধনঞ্জয়া ডি সিলভা=২ ওভারে ১৩ রান  উই:১



এইচআর/