বৃষ্টির কারণে ৯ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৭৯


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:২৬ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২


বৃষ্টির কারণে ৯ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৭৯
ছবি: ইন্টারনেট

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে সোমবার (২৪ অক্টোবর) হোভার্টের বেলিভেরি ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস।


প্রথম পর্ব পেরিয়ে আসা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।


সংক্ষিপ্ত স্কোর


জিম্বাবুয়ের রান সংগ্রহ: ৭৯-৫ (৯)                                                              


রেজিস চাকাভা (উইকেট রক্ষক)=৮(৮)

ক্রেইগ আরভিন (অধিনায়ক)=২(৬)

শন উইলিয়ামস=১(১)

সিকান্দার রাজা=০(২)

ওয়েসলি মাধেভের=৩৫*(১৮)

মিল্টন শুম্বা=১৮(২০)




কাগিসো রাবাদা=২ ওভারে ২০ রান

ওয়ায়েন পার্নেল=২ ওভারে ৬ রান উই:১

লুঙ্গি এঙ্গিডি=২ ওভারে ২০ রান উই:২

কেশভ মহারাজ=১ ওভারে ১০ রান 

এনরিখ নর্টজে=২ ওভারে  রান ১০ উই:১



এইচআর/