বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার সপ্নভঙ্গ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:২৮ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২


বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার সপ্নভঙ্গ
ছবি: ইন্টারনেট

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে সোমবার (২৪ অক্টোবর) হোভার্টের বেলিভেরি ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। প্রথম পর্ব পেরিয়ে আসা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।


জিম্বাবুয়ে আগে ব্যাট করে রান সংগ্রহ করেন ৭৯-৫ (৯) । জিম্বাবুয়ে ওয়েসলি মাধেভের  ৩৫* (১৮) রান করেন। জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাটে নেমে ৫১-০ (৩)। কুইন্টন ডি কক ৪৭*(২৫) রান করেন।


নিশ্চিত জয় দক্ষিণ আফ্রিকার কিন্তু বৃষ্টির কারণে খেলা টি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।


সংক্ষিপ্ত স্কোর


জিম্বাবুয়ের রান সংগ্রহ: ৭৯-৫ (৯)                                                              


রেজিস চাকাভা (উইকেট রক্ষক) ৮ (৮)

ক্রেইগ আরভিন (অধিনায়ক) ২ (৬)

শন উইলিয়ামস ১ (১)

সিকান্দার রাজা ০ (২)

ওয়েসলি মাধেভের ৩৫* (১৮)

মিল্টন শুম্বা ১৮ (২০)



কাগিসো রাবাদা ২/২০ রান

ওয়ায়েন পার্নেল ২/৬ রান উই:১

লুঙ্গি এঙ্গিডি ২/২০ রান উই:২

কেশভ মহারাজ ১/১০ রান 

এনরিখ নর্টজে ২/১০ রান উই:১



দক্ষিণ আফ্রিকার রান সংগ্রহ: ৫১-০ (৩)


টেম্বা বাভুমা (অধিনায়ক) ২*(২)

কুইন্টন ডি কক (উইকেট রক্ষক) ৪৭*(১৮)



সিকান্দার রাজা ১/১১ রান

রিচার্ড এনগারাভা ১/১৭ রান

টেন্ডাই চাতারা ১/২৩ রান



এইচআর/