শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশায় অস্ট্রেলিয়া


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২


শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশায় অস্ট্রেলিয়া
ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। কিন্তু শুরুটা হয়েছে ভীষণ খারাপ, নিউ জিল্যান্ডের বিপক্ষে বিভীষিকার এক হারে। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মঙ্গলবার এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে অজিরা। বাজে সেই স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। লঙ্কানদের সঙ্গে মাঠের লড়াইয়ে নামার আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মার্শ বললেন, আপাতত এই ম্যাচেই তাদের সব মনোযোগ।


“আশা করি, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ঘুরে দাঁড়াতে পারব। তারা ভালো দল। আমরা এই কন্ডিশন সম্পর্কে খুব ভালো জানি। স্টেডিয়ামের আবহাওয়া তাদের চেয়ে আমাদের জন্য বেশি মানানসই হওয়ার কথা। তাই আশা করি, আমার ঘুরে দাঁড়াব এবং বিশ্বকাপ অভিযানে এগিয়ে যাব।”


শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের রয়েছে ভালো করার রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে অ্যারোন ফিঞ্চের স্ট্রাইক রেট ১৩৬। ফিফটি রয়েছে তিনটি। ডেভিড ওয়ার্নার আরও বিধ্বংসী। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন। রান করেছেন ৬৪২টি। যা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রান। স্ট্রাইক রেট ১৪১।


ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আটটি টি-টোয়েন্টি খেলে আটটিতেই জিতেছে অজিরা। কিন্তু প্রথম ম্যাচ হেরে চাপে থাকা অস্ট্রেলিয়া পার্থের নতুন স্টেডিয়ামে ভালো কিছু করতে পারবে কি? দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অস্ট্রেলিয়ার জয় দরকার। অন্যদিকে ভয়ডরহীন ক্রিকেট খেলা শ্রীলঙ্কা আছে দারুণ ফর্মে। জয় যে-ই পাক, লড়াই হওয়ার প্রত্যাশা করাটাই যায়।


অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়েনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলেউড।


শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:

কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, বিনুরা ফার্নান্দো/ লাহিরু কুমারা।



এইচআর/